সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উদযাপন করেছে দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠান
- আপডেট সময় : ০৭:১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
বিভিন্ন কর্মসুচির মাধ্যমে সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উদযাপন করেছে দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠান। এ উপলক্ষে বৃক্ষরোপন, বর্ণাঢ্য রেলি, আলোচনা সভা, মিলাদ মাহফিল, কেক কাটা ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন। চট্টগ্রাম প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে দোয়া মাহফিলের আয়োজন করে। পরে, কেক কাটা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৭৪টি গাছ লাগিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেছে উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান। বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকায় গোপালভোগ, খিরসাপাত, রানীপসন্দ ও কাটিমন প্রজাতির আম গাছের চারা রোপণ করেন তিনি।
বগুড়ায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে।
ময়মনসিংহে জেলা পরিষদের আয়োজনে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাগুরায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।
গাইবান্ধায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য রেলিসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।গাজীপুরে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে ছয় শতাধিক গরীব মানুষের মাঝে খাবার ও পাঁচ শতাধিক বৃক্ষ চারা বিতরণ করেছে দলীয় নেতাকর্মী। গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ। পরে, কেক কাটা ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে তারা।
এ উপলক্ষ্যে কিশোরগঞ্জ পৌরসভা ৭৪ কেজি ওজনের কেক কাটে। এসময়, পৌর মেয়র মাহমুদ পারভেজ ও জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান উপস্থিত ছিলেন। ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পৌরসভা সদর পৌরসভার উদ্যোগে। ঝিনাইদহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।কুষ্টিয়ায় দলীয় প্রধানের ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মেহেরপুরে নেত্রীর জন্মদিন উদযাপন করেছে গাংনী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।নরসিংদীর পলাশে আড়াই হাজার রিক্সাচালক, সিএনজি চালক ও ছিন্নমূল শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে উপজেলা যুবলীগ।শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে রাঙামাটি সরকারি কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রলীগ।এছাড়া- বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় শতাধিক গাছের চারা রোপন করেছে কলেজ শাখা ছাত্রলীগ।