সারাদেশে ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা নিবেদন

- আপডেট সময় : ০১:৪৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
সারাদেশের জেলা-উপজেলায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সংগঠন।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। পরে একে-একে ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন চট্টগ্রামের সর্বস্তরের মানুষ।
চাঁদপুরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, চাঁদপুর পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কুমিল্লার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের জনগণ। এসময় পুলিশের একটি চৌকস দল সশ্রদ্ধ সালাম জানান।
ঝিনাইদহে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় জেলা প্রশাসক মনিরা বেগমের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়াতেও যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
নারায়ণগঞ্জে চাষাড়া শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল হাফিজ ও পুলিশ সুপার জায়েদুল আলমসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
এছাড়াও নানা আয়োজনে পাবনা, পঞ্চগড়, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মাদারীপুর ও নেত্রকোনায় দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।