সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতা ঘটিয়ে আখের গোছানোর পাঁয়তারা করছে সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতা ঘটিয়ে আখের গোছানোর পাঁয়তারা করছে সরকার, অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিতেই কুমিল্লা, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করে সিন্ডিকেট দিয়ে লুটপাটের এজেন্ডা বাস্তবায়ন চলছে।
সকালে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। কুমিল্লায় মন্ডপগুলোতে নিরাপত্তার জন্য প্রশাসনকে অনুরোধ জানালেও কোন সাড়া পাওয়া যায়নি। উল্টো বিএনপির নামে মামলা দিয়ে গ্রেফতার বাণিজ্য চলছে। ভোজ্য তেলসহ দ্রব্যের মূল্য বৃদ্ধির মাধ্যমে নিজস্ব সিন্ডিকেট দিয়ে এজেন্ডা বাস্তবায়ন করছে সরকার।