সারাদেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅবস্থান কর্মসূচি
- আপডেট সময় : ০৫:০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ১৬২৬ বার পড়া হয়েছে
একই কারণে সারাদেশে গণঅবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। এসব সময় ঘটনায় দায়ীদের কঠোর বিচার দাবী করেন বক্তারা। নগরীর টাউন হলের সামনে বিক্ষোভ সমাবেশ ও প্রতিকী অনশন করা হয়।
চট্টগ্রামে গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে অবস্থান কর্মসুচী পালন করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্যপরিষদসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন।
রাজশাহীতে গণঅনশন ও মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। শনিবার সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
সাম্প্রদায়িক অপশক্তিকে চিহ্নিত করে অনতিবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে বিক্ষোভ ও গণঅনশন কর্মসূচি পালন করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ।
দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক হামলা, মন্দির ভাংচুর, বাড়ীঘর লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদ জানায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ বরিশাল জেলা ও মহানগর শাখা।
সারাদেশে সংগঠিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গণ অনশন ও গণ অবস্থান কর্মসূচি পালন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ।
এছাড়া- খুলনা, চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ পটুয়াখালী, দিনাজপুর, গাইবান্ধা, পাবনা, ফেনী, নেত্রকোনা, কুড়িগ্রাম ও গোপালগঞ্জসহ বিভিন্ন জেলাতেও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।