সারাদেশে ২৮ হাজারেরও বেশি মানুষ হোম-কোয়ারেন্টাইন ও আইসোলেশনে
- আপডেট সময় : ০৭:৩১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
খুলনা, ফেনী, সিরাজগঞ্জ, চাঁদপুর, ঠাকুরগাঁও, পাবনা, ময়মনসিংহ, চুয়াডাঙ্গাসহ সারাদেশে ২৮ হাজারেরও বেশি মানুষ বর্তমানে হোম-কোয়ারেন্টাইন ও আইসোলেশনে রয়েছেন। এছাড়া হোম-কোয়ারেন্টাইনের মেয়াদ শেষে ছাড়পত্র পেয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন অনেকে।
খুলনায় গত ২৪ ঘণ্টায় বিদেশ-ফেরত ১ হাজার ৯০৭ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এছাড়া ১ হাজার ৭১৭ জনকে কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে।
ফেনীতে করোনা সন্দেহে নতুন ২ ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া ২৪ ঘন্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১৭ জনকে এবং মেয়াদশেষে ছাড়পত্র দেয়া হয়েছে ১৮ জনকে।
সিরাজগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে বিদেশ ফেরত আরও ৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অন্যদিকে কোয়ারেন্টাইন শেষে ৫১৬ জনকে ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরত একজনসহ জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্টে আক্রান্ত ১৪ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেলে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে।
মৌলভীবাজারে গেলো ২৪ ঘন্টায় নতুন করে ২০৩ জনসহ মোট ৮৬৩ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়া ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৬০৬ জন।
মুন্সীগঞ্জে গেলো ২৪ ঘন্টায় নতুন করে ১ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছে। আর জেলার ৬ উপজেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ৩১ জন।
সাতক্ষীরায় ২৪ ঘন্টায় বিদেশ ফেরত আরো ৬১ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এনিয়ে মোট ২ হাজার ৯৯৭ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হলো।
পাবনায় হোম কোয়ারেন্টাইনে রাখা ৮৯৪ জনের মধ্যে কোয়ারন্টোইন শেষ করা ৬৩১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
মেহেরপুর গেল ২৪ ঘণ্টায় ১৯ প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। কোয়ারেন্টাইন শেষ করেছেন ৫২৩ জন।
কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় ঢাকা-ফেরত ৪ জনসহ ৩০ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আর বিদেশ ফেরতসহ ৩১২ জনের কোয়ারেন্টাইন শেষ হয়েছে।
ঝালকাঠিতে গত ২৪ ঘন্টায় ১৪ দিন পূর্ণ হওয়ায় ১৮৬ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
গোপালগঞ্জে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষে সুস্থ জীবনে ফিরেছেন ৫৪ জন। আর ২৪ ঘন্টায় নতুন করে ৬ প্রবাসীসহ মোট ১৮১ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
চুয়াডাঙ্গায় নতুন করে ১ জনসহ হোম কোয়ারান্টাইনে নেয়া হয়েছে ৪৯ জনকে। ছাড়পত্র পেয়েছেন ৪৭৪ জন।
দিনাজপুরের ১৩টি উপজেলায় ২৪ ঘন্টায় দু’জনসহ মোট ৯৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ছাড়পত্র পেয়েছেন ৭০৫ জন।