সারাদেশে ৫ হাজার বীর সন্তানকে বীর নিবাস উপহার
- আপডেট সময় : ০৬:২২:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৯০১ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলার মুক্তিযোদ্ধাদের হাতে পাঁচ হাজার বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়েছে। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চাবি হস্তান্তর করেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, দলমত নির্বিশেষে সব মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছে আওয়ামী লীগ সরকার।
গোপালগঞ্জে মুক্তিযোদ্ধার মাঝে ৬০টি ‘বীর নিবাসের’ ঘর হস্তান্তর করা হয়েছে। সকালে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামের প্রধানমন্ত্রীর পক্ষে ঘরের চাবি হস্তান্তর করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ‘বীর নিবাস’ পেলো মুক্তিযোদ্ধারা। মাদারীপুরে ঘর দেয়ায় দারুণ খুশি তারা। চাবি পেয়ে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে। জেলা প্রশাসক ড. রহিমা খাতুন জানান, জেলায় তিন হাজার দুইশ’ মুক্তিযোদ্ধা রয়েছে।c
নড়াইলেও ৮৭ জন বীর মুক্তিযোদ্ধার হাতে সরকারীভাবে নির্মিত পাকা ভবন “বীর নিবাস” হস্তান্তর করা হয়েছে। চাবি হন্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও নন্দিত ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্তজা। এসময় প্রধানমন্ত্রীর ইশারায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুরকে নিজের চেয়ার ছেড়ে দিয়ে পাশের সারিতে গিয়ে দাঁড়ান মাশরাফী। এসময় প্রধানমন্ত্রী স্থানীয় এমপি মাশরাফিকে ধন্যবাদ জানান।
ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে শেরপুর ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের সাথে সরাসরি সংযুক্ত হয়ে বীর নিবাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাবি পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান বীর নিবাসের বাসিন্দারা।
সারাদেশের ন্যায় সাতক্ষীরাতেও অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় বীর নিবাস হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।