সারাদেশে ৯ লাখ ভূমিহীন, অসহায়, নৃ-গোষ্ঠী, হিজড়া জনগোষ্ঠীকে বিনামূল্যের ঘর দিয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান বলেছেন, মুজিববর্ষে সরকার সারাদেশে ৯ লাখ ভূমিহীন, অসহায়, নৃ-গোষ্ঠী, হিজড়া জনগোষ্ঠীকে বিনামূল্যের ঘর দিয়েছে– যা বিশ্বে নজিরবিহীন। যারা এই আশ্রয়ন প্রকল্প নির্মাণে দুর্নীতি করেছে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না।
দুপুরে জামালপুরের সরিষাবাড়ির পোঘলদিঘা ইউনিয়নে ক্ষুদ্র-নৃ গোষ্ঠীদের আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন ও অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুর্শেদা জামান,উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাবউদ্দিন আহমেদসহ আরো অনেকে। পরে প্রতিমন্ত্রী সেখানে ফলজ বৃক্ষের চারা রোপণ করেন।