সারা দেশে আগামী পাঁচ দিন ভারি বৃষ্টিপাতের আশঙ্কা
- আপডেট সময় : ১১:২১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
- / ১৬৫০ বার পড়া হয়েছে
মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। ফলে সারা দেশে আগামী পাঁচ দিন ভারি বৃষ্টিপাত হতে পারে। অধিদপ্তরের আগামী ৪৮ ঘণ্টার এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে, টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তার পানি বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় তিস্তার পানি বৃদ্ধি পেয়ে কাউনিয়া পয়েন্টে বিপদ সীমার ২ সেন্টিমিটার উপর দিযে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে ডুবে গেছে রাজারহাট উপজেলার তিস্তা নদী তীরবর্তী চর- দ্বীপ চর ও নিম্নাঞ্চলের কিছু ঘরবাড়ী,গ্রামীন কাঁচা সড়ক ও মৌসুমী ফসলের ক্ষেত। পানি বন্দি হয়ে পড়েছে অন্তত ৫’শ পরিবার। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, সকাল ৬ টায় তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বৃদ্ধি পেয়ে ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।অপরদিকে, ধরলা ও ব্রহ্মপুত্র নদীর পানি ও বৃদ্ধি পাচেছ।