সারা দেশে উদযাপিত হয়েছে শেখ রাসেলের ৫৫ তম জম্মবার্ষিকী
- আপডেট সময় : ০৭:৫০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হয়েছে শেখ রাসেলের ৫৫ তম জম্মবার্ষিকী ।
গোপালগঞ্জে বর্নাঢ্য শোভা যাত্রা, জাতির পিতার সমাধীতে শ্রদ্ধা নিবেদন ও চিত্রাংকণ প্রতিযোগীতার মধ্য দিয়ে শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এদিকে, সকালে গোপালগঞ্জ শিশু একাডেমি কার্যালয়ের সম্মেলন কক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিশু অংশগ্রহণ করে।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সকালে পিরোজপুরে একটি আনন্দ রেলি বের করা হয়। রেলিটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে এসে শেষ হয়।
নড়াইলে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে শিশুদের চিত্রাংকন ও কবিতা আবৃতি প্রতিযোগিতা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে, সকালে পঞ্চগড়ে জেলা প্রশাসকের সেমিনার কক্ষে কেক কেটে জন্মদিন শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রেল মন্ত্রী নূরুল ইসলাম সূজন।