সারা দেশে তীব্র দাবদাহ, বৈশাখের খরতাপে দিশেহারা দেশবাসী
- আপডেট সময় : ০৮:২৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
- / ১৬২২ বার পড়া হয়েছে
সারা দেশে তীব্র দাবদাহ চলছে। বৈশাখের খরতাপে দিশেহারা দেশবাসী। এরই মধ্যে পাবনায় ৯ বছরের মধ্যে দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে ২০১৪ সালে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আগামী দুই দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে এবং পাঁচ দিনের মাথায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার বেলা ১২টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। প্রচন্ড রোদে গলে যাচ্ছে রাস্তার পিচ।
ঝিনাইদহে তীব্র রোদে সড়ক-মহাসড়কে বইছে লু-হাওয়া। জরুরী প্রয়োজন ছাড়া রাস্তায় কম বের হচ্ছে মানুষ। রোদ আর গরমে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে কাজে বের হয়ে গরমে অসুস্থ হয়ে পড়ছে অনেকে।
রাজশাহীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দিনের তাপমাত্রা। সোমবার চলতি মওসুমে সকল রেকর্ড ভেঙে তাপমাত্রা গিয়ে ঠেকেছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে দু’দিন অবশ্য তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজশাহীর ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টানা তাপপ্রবাহে তাই রাজশাহী জনজীবন দুর্বিষহ উঠেছে। এদিকে, তীব্র তাপ প্রবাহে রেললাইন ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন আশঙ্কা থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ে সতর্কতা জারি করেছে।
বরিশালে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের পিচঢালা পথগুলোতে মানুষের চলাচল অনেকটাই কমে যায়। নগরীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামে গত কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এ অবস্থায় সবচেয়ে বেশি কষ্টে পড়েছে এ অঞ্চলের খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন। তীব্র গরম থেকে রেহাই পেতে নদী-পুকুরের পানিতে দীর্ঘ সময় সাঁতার কাটছেন বিভিন্ন বয়সীরা। জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।