সারা বিশ্বে এ পর্যন্ত ৩৮ লাখ ২০ হাজার ৬৮৯ জন করোনায় আক্রান্ত
- আপডেট সময় : ০৩:৪০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
সারা বিশ্বে এ পর্যন্ত ৩৮ লাখ ২০ হাজার ৬৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ২ লাখ ৬৫ হাজার ৯৪ জন।
জনস হপকিন্স ইউনিভার্সিটির হালনাগাদ তথ্য বলছে, বিশ্বে কোভিড-১৯ মহামারীতে মৃতের এক-চতুর্থাংশই ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৭৪ হাজার ৮০৯ জনে। মৃত্যুর মতো আক্রান্তের সংখ্যায়ও বিশ্বে শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২ লাখ ৬৩ হাজারের বেশি। ইউরোপে করোনায় সবচেয়ে বেশি মৃতের সংখ্যা যুক্তরাজ্যে। এখন পর্যন্ত ২৯ হাজার ৪২৭ জন মারা গেছেন। ইউরোপের মধ্যে এর আগে সবচেয়ে বেশি মৃতের সংখ্যা ছিলে ইতালিতে। সেখানে মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৫ জন। আর দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৩ হাজার ১৩ জন। অপরদিকে যুক্তরাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৯৯০ জন। মোট আক্রান্তের সংখ্যা কম হলেও মোট মৃত্যুর সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে গেছে যুক্তরাজ্য।