সারের কৃত্রিম সংকট, নির্ধারীত মুল্যের চেয়ে বেশি দামে বিক্রি
- আপডেট সময় : ০৪:৪৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
সারের কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নির্ধারীত মুল্যের চেয়েও অনেক বেশি দাম নেয়ার অভিযোগ কৃষকের। তাই বাধ্য হয়ে উচ্চ মূল্যে সার রবি শস্য চাষে বাধ্য হচ্ছেন কুড়িগ্রামের কৃষকরা। অন্যদিকে সারের কোন সংকট নেই বলে দাবি কৃষি বিভাগের।
কৃড়িগ্রামে কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে স্লিপ নিয়ে সরকার নির্ধারিত মূল্যেই পাওয়া যাচ্ছে সার। কিন্তু সে সারে মিটছে না চাহিদা।
অন্যদিকে স্লিপ ছাড়া প্রতি বস্তা সারে কিনতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। এতে কৃষকের উৎপাদন খরচ বেড়ে গেছে। ক্ষতির মুখে পড়েছেন চাষীরা।
কৃষকরা তাদের জমিতে প্রয়োজনের তুলনায় বেশি সার ব্যবহার করার অভিযোগ তুলে দায় সারছেন কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা।
গত বছরের তুলনায় এবার পর্যাপ্ত সার মজুদের কথা জানিয়ে কোথাও অনিয়ম হলে ব্যবস্থা নেয়ার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের।
কৃষকদের দাবি সার সরবরাহ ঠিক থাকলে শষ্য উৎপাদনে আশানুরুপ ফলন পাওয়া যাবে।