সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
তালেবান ইস্যুতে ভারতসহ কয়েকটি দেশের আপত্তির মুখে নিউইয়র্কে সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। শনিবার নিউইয়র্কে বৈঠকটি হওয়ার কথা ছিল। শীর্ষ বৈঠকটির আয়োজক ছিল নেপাল। প্রতিবছরই জাতিসংঘ সাধারণ পরিষদের বাইরে এটি অনুষ্ঠিত হয়ে থাকে। এনডিটিভি বলছে, পাকিস্তান চেয়েছিল আট দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আফগানিস্তান থেকে তালেবান প্রতিনিধিত্ব করবে। কিন্তু ভারতসহ কয়েকটি সদস্য দেশ এই প্রস্তাবে আপত্তি জানায়। সবা একমত না হওয়ায় বৈঠকটি বাতিল করা হয়।