সাড়ে ৪৭ হাজার টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দর ৪ জাহাজ
- আপডেট সময় : ০৫:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
- / ১৬০৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৪৭ হাজার ৪৪ মেট্রিকটন পাম ও সয়াবিন তেল নিয়ে পৌঁছেছে ৪টি জাহাজ। ইন্দোনেশিয়া ও আর্জেন্টিনা থেকে এসব তেল আমদানি করা হয়েছে। ২৯ এপ্রিল থেকে এসব জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়তে শুরু করে। এরই মধ্যে কয়েকটি জাহাজের খালাস কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে।
এতে বাজারে ভোজ্যতেলের সংকট কিছুটা কমাতে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। এদিকে, ১৩ হাজার মেট্রিকটন ভোজ্যতেল নিয়ে ইন্দোনেশিয়া থেকে ‘এমটি সুমাত্রা পাম’ নামের একটি জাহাজ আজ চট্টগ্রাম বন্দরে নোঙ্গরের কথা রয়েছে। এর আগে গেল এপ্রিলে পাঁচটি শিল্প প্রতিষ্ঠানের আমদানি করা ১ লাখ ২০ হাজার টন ভোজ্যতেল দেশে এসেছে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের পর সারাবিশ্বে ভোজ্যতেলের বাজারে অস্থিরতা শুরু হলে দেশের বাজারেও এর ব্যাপক প্রভাব পড়ে। সরকার বিভিন্ন পর্যায়ে তেলের ওপর শুল্ক প্রত্যাহার ও দাম নির্ধারণ করে দিলেও বেড়ে যায় সয়াবিন তেলের দাম। এদিকে, দেশের বাজারে আবারো নতুন করে বাড়ানো হয়েছে ভোজ্যতেলের দাম। বৃহস্পতিবার প্রতি লিটার ১৯৮ টাকা বেধে দেয়া হয়।এর পর থেকেই কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার থেকে উধাও করে দেয়া হয় বোতলজাত তেল।
এদিকে, নির্ধারিত বেশি দামেও চট্টগ্রামের বাজারে ভোজ্য তেল পাচ্ছে না ক্রেতারা। এতে চলমান অস্থিরতা আরো দীর্ঘায়িত হওয়ার আশংকা করছেন তারা।