সিটি নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও অংশ নিচ্ছে বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৮:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ঢাকার দুই সিটি নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও অংশ নিচ্ছে বিএনপি-এমন কথা জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে বিশ্বাস করি বলে নির্বাচনে অংশ নেয়া।
সকালে রাজধানীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন। বর্তমান সরকারের আমলে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির নেতাদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় বিএনপি মহাসচিবসহ দলের শীর্ষ নেতারা। পরে সাংবাদিকদের সাথে ঢাকার দুই সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচন নিয়ে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।