সিত্রাংয়ে বিভিন্ন জেলায় নি’হত ২৪
- আপডেট সময় : ০৫:২০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবে গাছ উপড়ে, নৌকা ডুবিসহ ঝড়ের কবলে পড়ে দেশের বিভিন্ন জেলায় নিহত হয়েছেন ২৪ জন।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৬ নম্বর সাহেরখালি ইউনিয়নে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সমুদ্র উপকূলে থাকা ড্রেজার ডুবে নিখোঁজ ৮ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কুমিল্লায় ঘরের ওপর গাছ পড়ে মারা গেছেন একই পরিবারের তিনজন। নিহতদের দেখতে ভিড় করছেন শত শত মানুষ। নিহতরা হলেন,নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের আব্দুর রশিদের ছেলে নেজাম হোসেন, তার স্ত্রী শারমিন আক্তার সাথী এবং কন্যাশিশু নুসরাত জাহান লিজা।
মুন্সীগঞ্জে গাছ পড়ে মৃত্যু হয়েছে ঘুমন্ত মা ও মেয়ের। গুরুতর আহত গৃহকর্তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতেও ঝড়ে গাছ চাপা পড়ে দুই নারী নিহত হয়েছেন। গতরাতে টুঙ্গিপাড়ার পাঁচকাহনিয়ায় এ র্ঘটনা ঘটে।
গাছ ভেঙে বরগুনার বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর। এতে এক বৃদ্ধার মৃত্যুসহ আহত হন বেশ কয়েকজন।
ব্রাহ্মণবাড়িয়ায় ঘরের উপর গাছ পড়ে মারা গেছেন আরও একজন। বৈদ্যুতিক লাইন মেরামতের সময় খুঁটি থেকে পড়ে মৃত্যু হয়েছে এক লাইনম্যানের।
নোয়াখালীর সুবর্ণচরে গাছের চাপায় এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হন শিশুটির মা।
সিরাজগঞ্জে বৈরি আবহাওয়ায় যমুনায় নৌকা ডুবে মারা গেছেন মা ও ছেলে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পর চাঁদপুরের হাইমচর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নড়াইলের লোহাগড়ায় ঝড়ের কবলে মৃত্যু হয়েছে এক গৃহপরিচারিকার। নড়াইলের নাকসী মাদরাসা এলাকায় বটগাছ পড়ে ঢাকা-মাওয়া-বেনাপোল মহাসড়কে ১৮ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
ঘূর্ণিঝড়ে পটুয়াখালীতে নৌকা ডুবে একজন নিখোঁজ ও আহত হন দুইজন।