সিনহা রাশেদ খান হত্যার সুষ্ঠ বিচার দাবি করেছেন মির্জা ফখরুল
- আপডেট সময় : ০২:৫৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
সিনহা রাশেদ খান হত্যার সুষ্ঠ বিচার দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ হত্যাকান্ড নিয়ে পুলিশের পরিকল্পিত নাটক মিথ্যা বলেও অভিযোগ করেন তিনি। ক্ষমতায় টিকে থাকতে বিচার বহির্ভূত হত্যাকান্ডের নামে সরকার ভিন্নমত দমন করছেন বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। দুপুরে অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। প্রতিনিয়ত জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে দাবি করে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সকালে বিচারবর্হিভূত হত্যাকান্ড, করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারে নেয়া নানা পদক্ষেপের প্রতিক্রিয়া জানাতে অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গত একদশকে দেশে ঘুম, খুন ও ধর্ষণের চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব সম্প্রতি কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে মেজর সিনহা হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানান।
সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, স্বাস্থ্যখাত সহ সব দুর্নীতিবাজদের সহায়তা করছে সরকার।মির্জা ফখরুল বলেন, সরকার অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকতে বিরোধী মতকে ধ্বংস করতে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করছে।জনগণ প্রতিনিয়ত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, দাবি করে অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান মির্জা ফখরুল।