সিনহা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেলেও এখন জনসম্মুখে আনা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেলেও এখন জনসম্মুখে আনা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সকালে এ হত্যা মামলায় মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দিলে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যায় গঠিত তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমান জানান, চার সদস্যের এই কমিটি একমাসের বেশি সময় নিয়ে ৮০ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দিলো। তদন্তে ৬৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ভবিষ্যতে অনাকাঙ্খিত এ ধরনের ঘটনা এড়াতে কমিটি বেশ কয়েকটি সুপারিশ করেছে।