সিনহা হত্যা মামলার ষষ্ঠ দফার শেষ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
কক্সবাজারের পুলিশের গুলিতে নিহত মেজর সিনহা হত্যা মামলার চলমান বিচারকার্যের ষষ্ঠ দফার শেষ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।
সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়।এর আগে সকাল সাড়ে ৯টায় ওসি প্রদীপসহ মামলার ১৫ জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে আনা হয়। মঙ্গলবার মামলায় ১৪ জন স্বাক্ষী আদালতে স্বাক্ষী দেন। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এ পর্যন্ত মোট ৫৭ জন স্বাক্ষী আদালতে স্বাক্ষ্য দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম জানান, বুধবার মেজর সিনহা হত্যা মামলার ৬ষ্ট দফায় তৃতীয় দিন সাক্ষ্য গ্রহণ শেষে এখন জেরা চলছে।