সিনহা হত্যা মামলায় আজ ১০ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৯:০১ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের বিচারিক কার্যক্রম চলছে। নির্ধারিত পঞ্চম দফায় প্রথম দিনে সাক্ষ্য নিচ্ছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল।
রোববার সকালে আদালতে ২০তম সাক্ষী বেবি বেগমের অসমাপ্ত জেরার মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম শুরু হয়। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম বলেন, আজ ১০ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়েছে। ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। হত্যা মামলা করেন নিহতের বড় বোন।