সিনহা হত্যা মামলায় এসপি মাসুদ হোসেনকে আসামি হিসেবে অন্তর্ভুক্তির আবেদন
- আপডেট সময় : ০২:০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
তদন্ত কাজে বাধা দেয়ার অভিযোগ এনে মেজর সিনহা হত্যা মামলায় কক্সাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে আসামি হিসেবে অন্তর্ভুক্তি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।
আবেদনটি আমলে নিয়ে শুনানি শেষে আদেশের অপেক্ষায় রেখেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদালতে এ আবেদন করেছেন সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। তিনি অভিযোগ করেন, এসপি এবিএম মাসুদ ঘটনার শুরু থেকেই আসামিদের পরোক্ষ ও প্রত্যক্ষ ভাবে সহযোগিতা করে যাচ্ছে
বাদীপক্ষের আইনজীবী সিনিয়র এডভোকেট মোহাম্মদ মোস্তফা সাংবাদিকদের জানিয়েছেন, এসপি তার দাপ্তরিক কার্যক্ষমতা আসামিদের পক্ষে কাজে লাগাচ্ছেন। কক্সবাজারের পুলিশ সুপার সিনহা হত্যা মামলার আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও ইন্সপেক্টর লিয়াকতকে কারাগারে ডিভিশন দেয়ার জন্য চিঠি দিয়েছেন। ৩১ জুলাই টেকনাফ থেকে কক্সবাজার বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।