সিনহা হত্যা মামলায় প্রধান আসামী ইন্সপেক্টর লিয়াকতের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী
- আপডেট সময় : ০৭:৪৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০
- / ১৬১২ বার পড়া হয়েছে
মেজর (অব.) সিনহা হত্যাকান্ডে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন মামলার অন্যতম আসামী বরখাস্তকৃত ইন্সপেক্টর লিয়াকত আলী। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির ৩১ আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও সেটি আরও এক সপ্তাহ পেছানো হতে পারে বলে জানিয়েছেন কমিটির প্রধান।
নিয়ম অনুযায়ী রোববার বেলা সাড়ে ১১টার দিকে রেব ক্যাম্প থেকে বরখাস্ত ইন্সপেক্টর লিয়াকতকে স্বাস্থ্য পরিক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়।
সেখান থেকে বেলা ১২টার দিকে তাকে আনা হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদালতে। এরপর গোপন কক্ষে শুরু হয় স্বীকারোক্তিমুলক জবানবন্দি।
মামলার তদন্ত কর্মকর্তা রেব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম জানান, নিজের অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামী বাহারছড়া পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ বরখাস্ত ইন্সপেক্টর লিয়াকত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত চার সদস্যের তদন্ত কমিটি ৩১ আগস্ট তাদের চুড়ান্ত প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও সেটি আরও এক সপ্তাহ পেছনো হতে পারে বলে জানিয়েছেন কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান।
৩১ জুলাই পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।