গাইবান্ধার পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের দাপটে অস্বস্তিতে শিক্ষক-অভিভাবক-এলাকাবাসী
- আপডেট সময় : ০৬:০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
সিনিয়র–জুনিয়র দ্বন্দ্ব, নিজেদের আধিপত্য বিস্তার, ইভটিজিংসহ মাদক কারবারে জড়িয়ে পড়ছে গাইবান্ধার কিশোররা। বিভিন্ন পাড়া মহল্লার এই সব কিশোরদের উর্দ্ধত্যপূর্ণ আচরনে বিব্রত—শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা।
১৩ ই এপ্রিল বিকালে গাইবান্ধা সরকারী কলেজ ভবনে অধ্যক্ষ বের হয়ে যাওয়ার সময় দ্রুত গতিতে বাইক চালিয়ে কয়েকজন কিশোর কম্পোস ভবনে প্রবেশ করলে, তিনি বাধা দেন। এসময় যুবকরা উত্তোজিত হয়ে অধ্যক্ষকে লাঞ্চিত করে। পরে ঘটনা স্থালে এসে তাদের আটক করে পুলিশ।
এর কয়েকদিন পড়ে পৌর পার্কে সিনিয়র -জুনিয়র দ্বন্দ্বে মারামারি ঘটনা ঘটে।
এই সব কিশোরদের পাশে আছে বড় ভাইদের হাত। তাদের দাপুটে ভাব দিন দিন আরও বেপরোয়া হচ্ছে। শিক্ষা প্রতিষ্টানসহ বিভিন্ন সড়কে তাদের উর্দ্ধত্যপূর্ণ আচরনে বিব্রত শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা।
উদ্ভুত পরিস্থিতি মোকাবিলাও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সন্তানদের প্রতি আরো যত্নশীল হওয়ার পাশাপাশি সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের।
উঠতি বয়সের কিশোর গ্যাং ঠেকাতে পুলিশি নজর সহ বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানান পুলিশ সুপার।
কিশোর অপরাধ ঠেকাতে প্রশাসনের পাশাপাশি জনসচেতনা বৃদ্ধি পরামর্শ বিশ্লেষকরা।