সিনেমা হল খোলার ব্যাপারে ১৫ সেপ্টেম্বরের পর সিদ্ধান্ত

- আপডেট সময় : ০৭:১৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
মন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অন্যদিকে আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেন অনিয়মের চর্চায় দলীয় পরিচয় কখনো রক্ষাকবচ হতে পারে না।
সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও প্রদর্শকবৃন্দ দেখা করতে আসেন তথ্যমন্ত্রীর সঙ্গে। সিনেমা হলগুলো খোলার ব্যাপারে তাদের দাবী জানান প্রযোযকরা। মন্ত্রী বলেন করোনা সংক্রমন এখনো না কমায় সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে সবাইকে।
এ সময় আওয়ামী লীগ অবলীলায় হত্যা, খুন, গুম করে যাচ্ছে— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাব দেন মন্ত্রী। অন্যদিকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের এক ভার্চুয়াল সভায় ওবায়দুল কাদের বলেন, সব অনিয়মের বিরুদ্ধেই প্রধানমন্ত্রী সোচ্চার।তিনি বলেন, দলীয় পরিচয় কখনো রক্ষাকবচ হতে পারে না বলে আবারো দৃঢ়ভাবে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।