সিন্ডিকেটের মাধ্যমে ট্রেন টিকিটের কৃত্রিম সংকটের অভিযোগ, অস্বীকার কর্তৃপক্ষের
- আপডেট সময় : ০৭:০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ঈদ যাত্রায় ট্রেনের টিকিট নিয়ে যাত্রী ভোগান্তি বাড়ছেই। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকার পরও অনেকের কাংঙ্খিত টিকিট মিলছে না। কালোবাজারি সিন্ডিকেটের কারণেই কৃত্রিম টিকিট সংকট বলে দাবি করছেন টিকিট প্রত্যাশীরা। তবে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলছেন, টিকিট নিয়ে অনিয়মের কোন সুযোগ নেই।
কমলাপুর রেলস্টেশনে ধাক্কা-ধাক্কি, হই-হুল্লোড়ের মধ্যেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আছে নাড়ীর টানে বাড়ি ফেরা যাত্রীরা। কেউ কেউ সোনার হরিণের মতো কাঙ্ক্ষিত টিকিট পেতে শুয়ে-বসে অপেক্ষার প্রহর গুনছেন ঘন্টার পর ঘন্টা।
এক যুগেরও বেশি সময় ধরে টিকিট ব্যবস্থাপনায় রেল কর্তৃপক্ষ কোন পরিবর্তন আনতে পারেনি বলে ক্ষোভ জানায় তারা।
করোনা সংক্রমন রোধে কোন ব্যবস্থা না নেয়ায় ঝুঁকি বাড়তে পারে বলে মনে করছেন, টিকিট প্রত্যাশীরা।
তবে, টিকিট বিক্রি নিয়ে অনিয়মের অভিযোগ অস্বীকার করছে কর্তৃপক্ষ।
ইতিমধ্যে ঈদ যাত্রার ৮ জুলাই পর্যন্ত ২৯ হাজার টিকিট বিক্রি হয়েছে। সেবার মান বাড়াতে তারা সচেষ্ট রয়েছে বলেও দাবি করেন, স্টেশন ম্যানেজার।