সিপিএলে ব্যাটে-বলে বিবর্ণ সাকিব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ-সিপিএলের ফাইনালে খেলা হলো না সাকিবের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের। দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্রুকসের বিধ্বংসী সেঞ্চুরিতে জ্যামাইকা তালাওয়াহসের কাছে ৩৭ রানে হেরে সাকিবদের বিদায়।
আগে ব্যাট করে ৪ উইকেটে ২২৬ রানের পাহাড় গড়ে জ্যামাইকা। শেষ ৫ ওভারে তোলে ১০৩ রান। ব্যাট হাতে তাণ্ডব চালান শামার ব্রকস, অপরাজিত ছিলেন ১০৯ রান। ১৫ বলে ৪১ রানে সঙ্গী ইমাদ ওয়াসিম। বল হাতে এদিন উইকেট শূন্য সাকিব, ৩ ওভারে দিয়েছেন ৩০ রান। ব্যাট হাতেও সুবিধা করতে পারেননি সাকিব, আউট হন ৫ রানে। লড়াই করলেও শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৮৯ রানে থামে সাকিবের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। শুক্রবার ফাইনালে বার্বাডোস রয়্যালসের মুখোমুখি হবে জ্যামাইকা তালাওয়াহস।