সিভিএফ-কমনওয়েলথকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৪৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সিভিএফ ও কমনওয়েলথকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারিস চুক্তি বাস্তবায়নের মাধ্যমে পৃথিবীকে জলবায়ু পরিবর্তনের ভয়াল পরিণাম থেকে বাঁচাতে কমনওয়েলথ এবং ক্লাইমেট ভালনারেবল ফোরামের এক সাথে কাজ করার কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
জলবায়ু পরিবর্তন ঠেকাতে একটি বাস্তবসম্মত ও অন্তর্ভুক্তিমূলক সমাধান খঁজে বের করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। সোমবার স্থানীয় সময় সকালে স্কটল্যান্ডে গ্লাসগোতে কপ-টুয়েন্টি সিক্স সম্মেলনের সাইডলাইনে ‘ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ’ বিষয়ে সিভিএফ-কমনওয়েলথ উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান শেখ হাসিনা। জলবায়ু ক্ষতিগ্রস্থ দেশগুলোর সংগঠন সিভিএফ-এর সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তন এখন বৈশ্বিক এবং আন্তঃসীমান্ত সমস্যা। কোনই দেশই এর ভয়াল পরিণাম থেকে সুরক্ষিত নয়। তিনি বলেন, ক্রমাগত জলবায়ু বিপর্যয় বৃদ্ধি পাওয়ায় প্রাকৃতিক দুর্যোগগুলো বৈশ্বিক খাদ্য, জ্বালানি, স্বাস্থ্য এবং অর্থনৈতিক নিরাপত্তায় প্রভাব ফেলছে। তিনি বলেন, প্রকৃতি সতর্ক বার্তা দিচ্ছে, পৃথিবী এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে জরুরি এবং দৃঢ় পদক্ষেপ নিতে হবে।