সিরজাগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে ৬ কিলোমিটার জুড়ে তীব্র ভাঙ্গন
- আপডেট সময় : ০৬:১৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / ১৬১০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের এনায়েতপুরে চলমান পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন নিয়ে দীর্ঘ দিন ধরে অসন্তোষ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। ক্ষতিগ্রস্তরা মানববন্ধন করে কাজের তদারকিতে সেনাবাহিনী মোতায়েনের দাবী জানিয়েছেন। নানা প্রতিকুলতার কথা জানিয়ে এলাকা রক্ষায় দ্রুত পদক্ষেপ নেবার কথা জানিয়েছেন পাউবো’র স্থানীয় নির্বাহী প্রকৌশলী।
গত ১২ বছর ধরে এনায়েতপুর থেকে শাহজাদপুর উপজেলার কৈজুরী-মোনাকষা পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার যমুনা নদীর ডান তীরে ব্যাপক ভাঙ্গন হচ্ছে। চলতি মৌসুমেই নদীতে পানি বাড়া-কমার খেলায় সামান্য স্রোতে আবারো শুরু হয়েছে তীব্র ভাঙ্গন।
ভাঙ্গনে বিপর্যস্ত মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছেন। আতংকে অনেকেই সরিয়ে নিচ্ছে-ঘরবাড়ি। জনপ্রতিনিধিদের জানানোর পরেও ভাঙ্গনরোধে কোন কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।
প্রকল্পের কাজের বিপরীতে প্রয়োজনীয় বিল না পাওয়ায় কাজে ধীর গতির কথা জানান ঠিকাদার।
তবে ভাঙ্গনের কারণে হিসেবে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের দায়ী করলেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।
ভাঙ্গনরোধে দ্রুত কার্যকর পদক্ষেপের গ্রহণের দাবি ভুক্তভোগীদের।