সিরাজগঞ্জের উল্লাপাড়ার বিখ্যাত গামছা শিল্প ধংসের পথে
- আপডেট সময় : ০৫:৩৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ১৮৪৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ার বিখ্যাত গামছা শিল্প এখন ধংসের পথে। তাঁত শিল্পের উপকরণের দাম বাড়ায় পৈত্রিক পেশা ছেড়ে অন্য কাজে চলে যাচ্ছেন তাঁত মালিক ও শ্রমিকরা। তবে, ঐতিহ্য ধরে রাখতে তাঁত মালিকদের সার্বিক সহযোগিতা দেয়া হচ্ছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া, এক সময় গামছা শিল্পের জন্য বিখ্যাত গ্রাম ছিল। এখন সে গর্ব প্রায় বিলুপ্তির পথে। বেশিরভাগ তাঁত কারখানা বন্ধ হয়ে গেছে। খটখট ছন্দের বদলে এখন শুনশান নিরবতা। রং ও সুতার দাম বাড়ায় মালিকরা তাঁত বন্ধ করে দিয়েছে। কেউ কেউ চড়া সুদে ঋণ নিয়ে বাড়ি ঘর ছেড়ে পাড়ি জমিয়েছে ঢাকায়। শিল্পের সাথে জড়িত অনেকে খুব কষ্টে দিন যাপন করছে।
নিত্যপণ্যের সাথে বাড়েনি তাঁত শ্রমিকের মজুরি। কাজ করলে টাকা দেয় মহাজন, না করলে নাই। অনেক তাঁত বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে মানবেতন জীবন যাপন করছে শ্রমিকরা।
তাঁতের কাজ ছেড়ে দিয়ে রাজমিস্ত্রীর জোগালী হিসেবে জীবিকা নির্বাহ করছে কেউ কেউ।
কাঁচামাল সিন্ডিকেটের কারনে তাঁত শিল্প এখন ধংসের পথে। রং-সুতার দাম দ্রুত কমানোর দামি জানিয়েছে তাঁতি সমবায় সমিতি।
তাঁত বোর্ড থেকে কারখানাগুলোকে সহযোগিতা করা হচ্ছে বলে জানান, এই কর্মকর্তা।
কাঁচামালের দাম কমিয়ে তাঁত শিল্পের ঐতিহ্য ধরে রাখতে সরকার আরও আন্তরিক হবে বলে আশা করেন হাজারো তাঁতী পরিবার।