সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই মাদক ব্যবসায়ী আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। এসময় একটি ট্রাক জব্দ করেছে রেব।
সকালে গোপন সংবাদের ভিত্তিতে রেব-১২ এর উপ-অধিনায়ক মোহাম্মদ আনিসুজ্জামান ও সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজার রহমানের নেতৃত্বে সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া এলাকার ঢাকা-নাটোর মহাসড়কে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো, চট্টগ্রাম জেলার বুজপুর থানার হলুদিয়া সৈনিকপাড়া গ্রামের সেলিম মিয়ার ছেলে জসিম উদ্দিন ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার দক্ষিণ প্রতাপপুর গ্রামের কোরবান আলীর ছেলে আমিনুল ইসলাম।