সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নদী খননের বালু বিক্রির অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারিভাবে উত্তোলনকৃত করতোয়া ও ফুলজোর নদী খননের বালু বিক্রয় করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী একটি মহল।
আইন অনুযায়ী শুধুমাত্র সরকারি সম্পত্তি ভরাট ও স্কুল-কলেজ মসজিদ-মন্দির এবং খেলার মাঠ ভরাটে বালু উত্তোলনের নিয়ম থাকলেও প্রভাবশালীরা তা না করে প্রতিনিয়ত নদীর বালু তুলে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। নদী থেকে উত্তোলনকৃত বালু ব্যাক্তি মালিকানাধীন ও রেলওয়ে জমিতে স্তুপ করে বিক্রি করে মহলটি। এ বিষয়ে স্থানীয়রা উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দেয়ার পরেও বন্ধ হয়নি বালু উত্তোলন এবং বিক্রি।বালু বিক্রি বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছে স্থানীয়রা।