সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভারতীয় সীডলেস জাতের বড়ই চাষ
- আপডেট সময় : ০৫:১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় শুরু হয়েছে নতুন জাতের বড়ই চাষ। ১৫ মাস আগে ভারত থেকে চারা এনে শখের বসে বাগান করেন স্থানীয় কৃষক ফজলুল হক। ভালো ফলন এবং সুস্বাদু হওয়ায় আগ্রহ বাড়ছে অন্য কৃষকদের মাঝে। স্থানীয় কৃষি বিভাগও দিচ্ছে প্রয়োজনীয় সহযোগিতা।
২০২০ সালে ভারত থেকে সীডলেস জাতের বড়ই গাছের চারা সংগ্রহ করেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কৃষক ফজলুল হক। রোপন করেন ৩ বিঘা জমিতে। বিভিন্ন ধরনের সবজী চাষ করার পর শখের বসে বড়ই চাষের উদ্যোগ নেন তিনি। বর্তমানে এখন এটি ব্যানিজ্যিক আকারে রুপ নিয়েছে। প্রতিটি গাছে থোকায় থোকায় ধরে আছে মিষ্টি জাতের সুস্বাদু এই ফল। বর্তমানে তিনি বাজারে বিক্রিও শুরু করেছেন।
ফলন ভালো হওয়ায় এবং বাজার মূল্য ভালো থাকায় লাভের আশাবাদী কৃষক ফজলু হক। ফলের পাশাপাশি গাছের কলম তৈরী করে বিক্রি করার উদ্যোগ নিয়েছেন তিনি।
নতুন জাতের এসব বড়ই চাষে স্থানীয় কৃষকদের উৎসাহ দিচ্ছে কৃষি বিভাগ।
অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার আশায় গ্রামের অন্যান্য কৃষকরাও আগ্রহ দেখাচ্ছেন সীডলেস জাতের বড়ই চাষে।