সিরাজগঞ্জের চৌহালীতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের চৌহালীতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আটক এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
যমুনা নদী থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহার হয় এমন ড্রেজার, লোড-আনলোডের বাল্কগ্রেড শনিবার সন্ধ্যায় জব্দ করেছে চৌহালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাম্মত আফসানা ইয়াসমিন।
প্রায় দেড় কোটি টাকা মূল্যের ড্রেজার ব্যবহারকারীকে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত মালামাল নৌ-পুলিশের হেফাজতে নেয়া হয়েছে এবং সাজাপ্রাপ্ত মোফাজ্জল হোসেন কে কারাগারে পাঠানো হয়েছে।