সিরাজগঞ্জের ছোনগাছা হাটে আগুনে পুড়ে গেছে ১১টি দোকান

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের ছোনগাছা হাটে আগুনে পুড়ে গেছে ১১টি দোকান।
গেলরাত ১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা হাটে একটি মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তেই আগুনে ছড়িয়ে পড়ে। সিরাজগঞ্জ ও কাজিপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে, আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ বন্ধ না করায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।