সিরাজগঞ্জের নলকায় পণ্যবাহী ট্রাক উল্টে স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত
- আপডেট সময় : ০২:৫৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে, সিরাজগঞ্জের নলকায় পণ্যবাহী ট্রাক উল্টে স্বামী-স্ত্রীসহ ৪ জন এবং মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম জানান, সয়াবিন তেল পরিবহনকারী একটি ট্রাক ঢাকা থেকে দিনাজপুর যাবার পথে সকালে ঢাকা-হাটিকুমরুল মহাসড়কের নলকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ ৩ জন ট্রাক আরোহী নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় পরে আরো একজন মারা যায়। এদিকে সকালে একই মহাসড়কের সয়দাবাদের মুলিবাড়ীতে ৩টি যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে আহত হয়েছে আরও ৬ জন।
ওদিকে, মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় দীপক নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। তিনি সিএনজিচালিত অটোরিক্সায় কর্মস্থল- কুলাউড়া উপজেলার লোহাউনি চা বাগানে যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে তাকে বহন করা অটোরিক্সার চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই দীপক মারা যান।