সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর থেকে ২০ কিলোমিটার এলাকা যানজটে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ঘন কুয়াশার কারণে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার কারণে যানবাহনগুলোকে ধীরগতিতে চলায় যানজটের সৃষ্টি হয়। তবে দুর্ভোগ লাঘবে যানজট কমাতে তৎপর ছিল পুলিশ। ভোররাত থেকে শুরু হওয়া এ যানজট বেলা বাড়ার সাথে একটু কমলেও দুপুর থেকে আবারও তীব্র যানজটের সৃষ্টি হয়। মহাসড়কের দুই লেনেই যানজটের কারণে যাত্রী ও পরিবহন চালক-শ্রমিকসহ স্থানীয় ব্যবসায়ীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।