সিরাজগঞ্জের বেলকুচিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ শেষ হয়নি ৪ বছরেও
- আপডেট সময় : ০১:৪৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- / ১৭৪৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের বেলকুচিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ শেষ হয়নি ৪ বছরেও। তার উপর ভবনে যাতায়াতের জন্য প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ নিয়েও রয়েছে অনেক বির্তক। সমন্বয়হীন এমন সিদ্ধান্তে রাষ্ট্রের অর্থের অপচয় করা হয়েছে বলে জানান, স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল।
সিরাজগঞ্জের বেলকুচিতেও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ শুরু হয় ২০১৯’র মাঝামাঝিতে। দীর্ঘ ৪ বছরেও নির্মাণ কাজ শেষ হয়নি কমপ্লেক্সটির। নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকায় ক্ষোভ জন্মেছে মুক্তিযোদ্ধাদের।
ভবনে যাতায়াতের জন্য প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ নিয়ে রয়েছে অনেক বির্তক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার অন্য কোথাও খাস জমি না থাকায় বাধ্য হয়েই নদীর মাঝখানে ভবন নির্মাণের জন্য ঐ জায়গাটি বরাদ্দ দেয়া হয়েছিল। তবে কাজ শেষ পর্যায়ে শীঘ্রই ভবনটি হস্তান্তর করা হবে।
নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষে বাকী জেলার সব উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হস্তান্তর করা হয়েছে।