সিরাজগঞ্জের বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ সিএনজির এক যাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ সিএনজির এক যাত্রী নিহত হয়েছে।সায়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কে পিকআপ ভ্যানের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, যাত্রীবাহী একটি অটোরিকশা এনায়েতপুরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি মেঘুল্লায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার ৫ যাত্রী আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পথে জামাল হোসেন মারা যান। আহত বাকি ৪ জনের মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। পথিমধ্যে শিশু আতিক মারা যায়।