সিরাজগঞ্জের বড়াল নদীতে হয়ে গেল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ
- আপডেট সময় : ০৭:১০:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
- / ১৬২৩ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের শাহজাদপুরের বড়াল নদীতে হয়ে গেল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। অংশ নেয় নানা নামের বাহারি ৩০টি নৌকা। সিরাজগঞ্জসহ আশপাশের জেলা থেকে আসা ছিপ, কোষা ও পানসি নৌকার বাইছালদের দেশাত্ববোধক গানে মুখর হয়ে ওঠে বড়াল নদীর বাঘাবাড়ি নৌ-বন্দর। নৌকাবাইচ দেখতে দুর-দুরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী নারী-পুরুষসহ হাজারো মানুষ।
বরেণ্য শিক্ষাবিদ ড. মাযহারুল ইসলাম স্মরণে সিরাজগঞ্জ শাহজাদপুরের বাঘাবাড়ি দিয়ে বয়ে যাওয়া বড়াল নদীতে আয়োজন করা হয় নৌকাবাইচ প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে শুরু হওয়া এ প্রতিযোগিতায় সিরাজগঞ্জ, পাবনা ও নাটোরের অন্তত ৩০টি নৌকা অংশ নেয়। আকর্ষণ বাড়াতে বর্ণিল সাজে সাজানো হয় বড়াল নদীর বাঘাবাড়ি নৌ-বন্দর অংশ ।
বাংলার বাঘ, করম আলী এক্সপ্রেস, নাসির এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, মায়ের দোয়া এক্সপ্রেস, বাটুল এক্সপ্রেস, উড়ন্ত বলাকাসহ বাহারি নামের সব নৌকা ছুটে চলেছে নদীর এপ্রান্ত থেকে ওপ্রান্ত। পাশপাশি ছুটছে যাত্রীবাহি শত-শত ইঞ্জিনচালিত নৌকা। নৌকায় থাকা দর্শকের করতালি, বাইছালদের বৈঠার আওয়াজ আর দেশাত্ববোধক গানে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।
প্রতিযোগিতায় এবার ছিপ, কোষা ও পানসি, এ তিন বিভাগে অংশ নিচ্ছে প্রায় ৩০টি নৌকা। চুড়ান্ত প্রতিযোগিতায় তিন বিভাগে বিজয়ীদের পুরস্কার হিসেবে দেয়া হবে মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশন।
প্রতিবছর এমন আয়োজনে সহায়তার আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য।
গ্রামবাসিকে নির্মল আনন্দ উপভোগের সুযোগ দিতে প্রতিবছরই নৌকাবাইচের মত ঐতিহ্যবাহি গ্রামিন খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার দাবি স্থানীয়দের।