সিরাজগঞ্জের সলঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের সলঙ্গার পাঁচলিয়া বাসস্ট্যান্ড এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে সলঙ্গা থানার পাঁচলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, পাঁচলিয়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর দুই ছেলে বাবলু মিয়া ও আব্দুল মজিদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। এরই জেরে শুক্রবার রাতে দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে বড় ভাই আব্দুল মজিদ ছোট ভাই বাবলুকে ইট দিয়ে মাথায় আঘাত করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।