সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / ১৫২২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রামারচরে এ দূঘটনায় আহত হয়েছে আরো ৫ জন।
হাইওয়ে পুলিশ জানায়, রাত ২টার দিকে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণহানী হয়।হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও একজন। এ দুর্ঘটনায় আহত চারজনকে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতরা হলেন- নাটোর জেলার বাগাতিপাড়া থানার ছোটপাকা গ্রামের মকুল হোসেন, মনির হোসেন একই থানার বাসাবাড়িয়া গ্রামের মকবুল হোসেন, আব্দুল হালিম ও গুরুদাসপুর থানার জুমাইগর গ্রামের হায়দার আলী। পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।