সিরাজগঞ্জে আইনজীবীরা আদালত বর্জন প্রত্যাহার

- আপডেট সময় : ১২:৩৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে আইনজীবীরা আদালত বর্জন প্রত্যাহার করেছেন। বিচারক, আইনজীবী ও কর্মচারীদের মধ্যে ঘন্টাব্যাপী সমঝোতা বৈঠকের পর আদালতের কার্যক্রমে যোগ দিয়েছেন আইনজীবীরা।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না সাংবাদিকদের জানান, আইনজীবী এবং আদালতের এক কর্মচারীর মধ্যে সংগঠিত ঘটনায় উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ বৈঠক হয়। আলোচনায় আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হয়েছে। বৈঠকের সিদ্বান্ত অনুযায়ী আইনজীবী ও আদালত কর্মচারীর দায়ের করা পৃথক দুটি মামলা প্রত্যাহার করে নেয়া হবে এবং অভিযুক্ত স্টোনোগ্রাফার ইউসুফ আলীকে অন্যত্র বদলি করা হবে। সমঝোতা বৈঠকে জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ উভয় আদালতের সকল বিচারক, আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, পিপি, জিপিসহ সিনিয়র আইনজীবী ও উভয় আদালতের কর্মচারীরা উপস্থিত ছিলেন। আজ থেকে আগের নিয়মে আদালত ও আইনজীবীদের কার্যক্রম শুরু হয়েছে।