সিরাজগঞ্জে আন্তসংযোগ সড়কে খানাখন্দের সৃষ্টি হয়ে এখন বেহাল দশা
- আপডেট সময় : ০৮:১৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কয়েকটি আন্তসংযোগ সড়কে খানাখন্দের সৃষ্টি হয়ে এখন বেহাল দশা। এতে দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। শিগগিরই ক্ষতিগ্রস্থ এসব সড়ক মেরামত করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এদিকে,মাদারীপুরের ইটেরপুল-ঘোষেরহাট সড়কের ১৪ কিলোমিটার রাস্তা বর্তমানে যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।বারবার দায়সারা মেরামত করায় সড়কটি একই অবস্থায় ফিরে আসে।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলোতে যাতায়াতের জন্য আন্তসংযোগ স্থাপনকারী স্থানীয় সরকার বিভাগের সড়কে খানাখন্দে বেহাল দশা তৈরি হয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থী ও রোগীসহ সাধারণ মানুষের চলাচলে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৩ থেকে ৮ বছর ধরে এসব সড়ক চলাচলের অনুপোযোগী হয়ে রয়েছে। এসব সড়ক দ্রুত মেরামতের দাবী জানিয়েছেন ভুক্তভোগীসহ জনপ্রতিনিধিরাও। তবে অর্থ বরাদ্দ হলে খুব শিগগিরই টেণ্ডার আহ্বান করে সড়কগুলো মেরামতের কথা জানান স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলী।
এদিকে, মাদারীপুরের ইটেরপুল-ঘোষেরহাট সড়কের ১৪ কিলোমিটারের অধিকাংশ স্থানেই পিচ উঠে সৃষ্টি হয়েছে খানা-খন্দক।সড়কজুড়ে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রায়ই যানবাহন বিকল হবার পাশাপাশি ঘটছে নানা দুর্ঘটনা। ঠিকাদার দায়সারাভাবে বারবার নিম্নমানের সংস্কার কাজ করায় সড়কের এই বেহাল দশা বলে মনে করেন এলাকার ভুক্তভোগীরা।
এদিকে, জেলার সড়ক বিভাগের শীর্ষ কর্মকর্তা জানান, সড়কটি স্থায়ীভাবে মেরামতের জন্য মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। ইটেরপুল-ঘোষেরহাট সড়কটি দিয়ে প্রতিদিন সদর ও কালকিনি উপজেলার ১৪টি ইউনিয়নের অন্তত ১০ হাজার মানুষ ও শতাধিক যানবাহন যাতায়াত করে।