সিরাজগঞ্জে আ’লীগ ও বিএনপির সংঘর্ষ : ১৩টি মোটরসাইকেলে অগ্নি সংযোগ
- আপডেট সময় : ০৫:৩৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
বিচ্ছিন্ন সহিংসতায় ইউনিয়নে ইউনিয়নে পদযাত্রা করেছে বিএনপি। সিরাজগঞ্জের পাকইপাড়া বাজারে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ হয়েছে। ভাংচুর হয়েছে দোকানপাট, অগ্নি সংযোগ করা হয়েছে ১৩টি মোটরসাইকেলে। দেশের বিভিন্ন ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি পালনে বাধা দেয় পুলিশ।
সিরাজগঞ্জের পাকইপাড়ায় আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। বিএনপি নেতারা অতর্কিত হামলা করেছে অভিযোগ করে আওয়ামী লীগ। এতে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হন। এসময় ১৩টি মোটরসাইকেলে অগ্নি সংযোগ করা হয়। ভাংচুর চলে দোকানপাটে। পরে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খুলনার পদযাত্রায় অংশ নিয়ে বিএনপি নেতা আজিজুল বারী হেলাল বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে নিজেদের দেউলিয়াত্ব জানান দিচ্ছে সরকার।ডুমুরিয়ার পদযাত্রা কিছুদূর গেলে পুলিশ বাধায় পণ্ড হয়ে যায়।
ঝালকাঠিতেও বিএনপির গণপদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয়া হয়। এদিকে সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের মালিবাড়ি ব্রিজ এলাকা থেকে গণপদযাত্রার নেতাকর্মীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও যুবলীগ। এতে আহত হন অন্তত ৯ জন।