সিরাজগঞ্জে এবার ধানের বাম্পার ফলন
- আপডেট সময় : ০১:৩২:২২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে এবার ধানের বাম্পার ফলন হয়েছে। আর সেই সাথে শ্রমিক সংকট হবে না বলেও আশা করেছে কৃষি বিভাগ। চলতি সপ্তাহে পুরোদমে ধান কাটা শুরু হবে বিধায় ধান মাড়াইয়ের সরকারিভাবে ভর্তুকির মাধ্যমে কৃষকদের মাঝে হারভেষ্টার মেশিন প্রদান করা হয়েছে। এদিকে, দিনাজপুরে বোরো মৌসুমে জমির ধান কাটা থেকে বস্তাবন্দি করতে ব্যবহৃত হবে অত্যাধুনিক কৃষিপ্রযুক্তি। এতে নিরসন হবে শ্রমিক সংকটের। সেই সাথে অর্ধেকে নেমে আসবে কৃষকের উৎপাদন খরচ-এমনটাই দাবি কৃষি বিভাগের।
আবহাওয়াসহ অন্যন্য বিষয় অনুকুলে থাকায় শষ্যা ভান্ডারখ্যাত সিরাজগঞ্জে এবার ইরি বোরোর বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে ১ লাখ ৪১ হাজার হেক্টর জমিতে কাটারী, ২৮, ২৯ এবং স্থানীয় জাতের ধান চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকতারা বাম্পার ফলনের আশা করছেন।
বাম্পার ফলন হলেও করোনার কারণে ক্ষতিগ্রস্থ কৃষকদের সরকারিভাবে প্রণোদনা দেয়ার ঘোষনা যেনো সঠিকভাবে বাস্তবায়ন হয়-তার দাবি জানিয়েছেন কৃষকরা।
এবার লক্ষ্যমাত্রা ৮ লাখ ৮৯ হাজার মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবারও জেলায় কোন শ্রমিক সংকট হবে না। আর নির্ধারিত সময়ের মধ্যে ধান কাটা শেষ করতে কৃষকের দেয়া হয়েছে হারভেষ্টার মেশিন।
দিনাজপুরের ১৩টি উপজেলায় এবার ১ লাখ ৭১ হাজার হেক্টর জমির বোরো ধান কাটা শুরু হচ্ছে। ফলনও হয়েছে বেশ। ১১ লক্ষ মে.টন উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। ধান কাটা থেকে বস্তাবন্দি করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ১৩ উপজেলায় ৬৬টি কম্বাইন্ড হারভেষ্টার ও রিপার ভতূর্কি দিয়ে বিতরণ করায় খুশি কৃষকরা।
কৃষি বিভাগ বলছে, এবার কৃষি শ্রমিক সংকট হবে না। কমবে কৃষকের উৎপাদন খরচ।