সিরাজগঞ্জে গজিয়ে উঠেছে অসংখ্য মানহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার
- আপডেট সময় : ০৭:২৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য মানহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। ভুল চিকিৎসা ও পরীক্ষার কারণে প্রাণহানীসহ নানা দুর্ভোগ পোহাতে হয় এসব প্রতিষ্ঠানে সেবা নিতে আসা রোগী ও স্বজনদের। বেশিরভাগেরই নেই লাইসেন্স। মানসম্মত চিকিৎসা সেবা তো দূরের কথা। তবে সংশ্লিষ্ট কতৃপক্ষ বলছে অবৈধ এই হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালানো হবে দ্রুত।
গজিয়ে ওঠো বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নেই প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, টেকনোলজিস্ট, নার্স এবং চিকিৎসা সরঞ্জাম। নিয়মনীতির তোয়াক্কা না করে পার্টটাইম চিকিৎসক দিয়ে চলছে অপারেশনসহ নানা রোগের চিকিৎসা। রোগীদের দৃষ্টি আকর্ষণ করতে প্রচার করা হচ্ছে চটকদার বিজ্ঞাপন। ভুয়া ডাক্তার দিয়ে অপচিকিৎসা ও অস্ত্রোপাচার করার কারণে প্রতিনিয়তই ঘটছে মৃত্যুর ঘটনা। কিছুদিন আগেও রেবের অভিযানে একটি ক্লিনিকে ভুয়া ডাক্তারকে আটক করা হয়। আর এসব ভুল চিকিৎসায় মারা যাওযায় ক্ষোভ জানান নিহতের স্বজনরা।
ক্লিনিকগুলোতে সেবারমানতো নেইই, হাসাপাতাল-ক্লিনিক চালানো হচ্ছে ভুয়া ডাক্তার দিয়ে। তাদের ভুল চিকিৎসায় খালি হচ্ছে অনেক মায়ের কোল। অবৈধ এই হাসপাতাল-ক্লিনিক বন্ধে দ্রুত পদক্ষেপের দাবি স্থানীয়দের।
লাইসেন্সবিহীন হাসপাতাল এবং ভুয়া ডাক্তারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার নেয়ার আশ্বাস এই কর্মকর্তার।
অপচিকিৎসা বন্ধ এবং ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সেবারমান ফিরিয়ে আনবে সংশ্লিষ্ট কতৃপক্ষ এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।