সিরাজগঞ্জে গৃহবধূকে নির্যাতন করে চুল ও ভ্রু কেটে দেয়ার ঘটনায় তিনজন গ্রেফতার
- আপডেট সময় : ০৪:৪৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে বর্বরভাবে গৃহবধূকে নির্যাতন করে চুল ও ভ্রু কেটে দেয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে রেব।
ভোরে রেব-১২ এবং রেব -৪ এর যৌথ অভিযানে গ্রেফতার হয় তারা। গত ১৫ ডিসেম্বর গৃহবধূঁ মিনুকে নির্যাতন করে তার চুল ও ভ্রু কেটে নেয়ার অভিযোগ ওঠে স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে। এ সময় তাকে শারীরিক নির্যাতনও করা হয়। আহত অবস্থায় ওইদিনই মিনুকে সিরাজগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে শাহজাদপুর থানায় মামলা করে মিনুর পরিবার। এরপরই মঙ্গলবার স্বামী, শাশুড়ি ও দেবরকে গ্রেফতার করে রেব। ১৫ বছর আগে মেহেদীর সাথে বিয়ে হয় মিনুর। তাদের দু’টি কন্যা সন্তান আছে। এর আগেও একাধিকবার মিনুকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়ার ঘটনা ঘটেছে বলে জানায় তার পরিবার। পরে ক্ষমা চেয়ে তাকে ফিরিয়ে নিতো মেহেদী। তবে এবার নির্যাতনের সীমা লঙ্ঘন করায় থানায় মামলা করে মিনুর পরিবার।