সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ৪জন
- আপডেট সময় : ০৩:৩০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ৪জন। এসময় আহত হয়েছেন ১৫ জন।
সকাল ১০টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, ন্যাশনাল ট্রাভেলসের যাত্রিবাহি একটি বাস রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোজা ব্রীজ এলাকায় পৌছে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি মহাসড়ক থেকে রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ নিহত হন চারজন। এঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করে।