সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমলেও বেড়েছে দুর্ভোগ
- আপডেট সময় : ১১:৩৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
- / ১৭৯০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমলেও বেড়েছে দুর্ভোগ। বানের জলে নষ্ট হওয়া ঘরবাড়ি ঠিক করতে হিমসিম খেতে হচ্ছে ক্ষতিগ্রস্থদের।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, জেলার দুইটি পয়েন্টে আবারও পানি কমতে শুরু করেছে। পানি কমলেও একটি পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে। তবে এ মৌসুমে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলেও জানান তিনি।
কুড়িগ্রামে নদ-নদীর পানি সকল পয়েন্টে কমতে থাকায় জেলায় বন্যা পরিস্থিতির ক্রমেই উন্নতি হচ্ছে।তবে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের অনেক বসতবাড়ী থেকে পানি পুরোপুরি নেমে না যাওয়ায় দুর্ভোগে আছে মানুষজন। অপরদিকে, বন্যার পানির প্রবল স্রোতে গ্রামাঞ্চলের সড়কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহনে যাতায়াত করছে মানুষজন।
বগুড়ায় গত চারদিন ধরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। পানি কমলেও বাধ ও উঁচু স্থানে আশ্রয় নেওয়া মানুষরা এখনো ঘরে ফিরতে পারেনি।