সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর চুল কেটে দেয়ার প্রমাণ মিলেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / ১৭৪৮ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর চুল কেটে দেয়ার প্রমাণ মিলেছে। ফলে অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটি।
সকালে তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস এ তথ্য জানান। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেয়া হয়। তবে এদিন অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন সশরীরে হাজির হওয়ার কথা থাকলেও তিনি আসেননি। তাকে ছাড়াই প্রায় ২৫ দিন পর প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। এদিকে, শিক্ষক ফারহানার স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়ে দ্বিতীয় দফার আমরন অনশন পালনের আজ তৃতীয় দিন চলছে।